ওয়াল্টার নর্মান হেওয়র্থ
ওয়াল্টার নর্মান হেওয়র্থ (জন্ম: ১৯ মার্চ, ১৮৮৩ - মৃত্যু: ১৯ মার্চ, ১৯৫০)[1] একজন ব্রিটিশ বিজ্ঞানী। তিনি অ্যাসকরবিক এসিড (ভিটামিন সি) নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। এই গবেষণার জন্য তিনি ১৯৩৭ সালে নোবেল পুরস্কার লাভ করেন। [2][3][4]
ওয়াল্টার নর্মান হেওয়র্থ | |
---|---|
![]() ওয়াল্টার নর্মান হেওয়র্থ | |
জন্ম | ১৯ মার্চ ১৮৮৩ ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড |
মৃত্যু | ১৯ মার্চ ১৯৫০, ৬৭ বছর উরসেস্টারশায়ার, ইংল্যান্ড |
জাতীয়তা | যুক্তরাজ্য |
কর্মক্ষেত্র | জৈব রসায়ন |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ ডারহাম বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন |
পিএইচডি উপদেষ্টা | William Henry Perkin, Jr., Otto Wallach |
পরিচিতির কারণ | investigations on carbohydrates and vitamin C |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৩৭ |
জীবনী
হেওয়র্থ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৬ সালে সম্মানসহ ১ম শ্রেণীতে পাস করেন। তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন থেকে। তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯১১ সালে ডিএসসি ডিগ্রি লাভ করেন। ১৯১২ সালে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ সালে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ১৯২০ সালে ডারহাম বিশ্ববিদ্যালয় এ জৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯২৫ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় এ রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। এখানে তিনি ১৯৪৮ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
সম্মাননা
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
- নোবেল পুরস্কার, ১৯৩৭
তথ্যসূত্র
- Hirst, E. L. (১৯৫১)। "Walter Norman Haworth. 1883-1950"। Obituary Notices of Fellows of the Royal Society। 7 (20): 372–326। doi:10.1098/rsbm.1951.0008। জেস্টোর 769026।
- নোবেল প্রাইজ ডট অর্গ
- PMID 14894345 (PubMed)
কয়েক মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি সম্পন্ন করা হবে। Jump the queue বা expand by hand - PMID 15416703 (PubMed)
কয়েক মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি সম্পন্ন করা হবে। Jump the queue বা expand by hand
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.