হার্বার্ট হপ্টম্যান
হার্বার্ট অ্যারন হপ্টম্যান একজন মার্কিন গণিতবিদ। তিনি ১৯৮৫ সালে জেরোম কার্ল এর সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
হার্বার্ট হপ্টম্যান | |
---|---|
![]() | |
জন্ম | হার্বার্ট হপ্টম্যান ১৪ ফেব্রুয়ারি ১৯১৭ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক |
মৃত্যু | ২৩ অক্টোবর ২০১১ ৯৪) বাফেলো, নিউ ইয়র্ক[1] | (বয়স
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | গণিত |
প্রতিষ্ঠান | Hauptman-Woodward Medical Research Institute & University at Buffalo |
প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড, কলেজ পার্ক |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার(1985) (jointly with Jerome Karle) ডির্যাক মেডেল (১৯৯১) |
স্ত্রী/স্বামী | Edith Citrynell (m. 1940; 2 children) |
জীবনী
হপ্টম্যান ১৯১৭ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৭ সালে সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৩৯ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড, কলেজ পার্ক থেকে গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। [2]
তথ্যসূত্র
- Grimes, William (২৪ অক্টোবর ২০১১)। "Herbert A. Hauptman, Nobel Laureate, Dies at 94"। The New York Times।
- http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1985/hauptman-bio.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.