আর্নস্ট অটো ফিশার

আর্নস্ট অটো ফিশার একজন জার্মান রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৭৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

আর্নস্ট অটো ফিশার
জন্ম১০ নভেম্বর ১৯১৮
Solln, near Munich, German Empire
মৃত্যু২৩ জুলাই ২০০৭(2007-07-23) (বয়স ৮৮)
মিউনিখ, জার্মানি
জাতীয়তাজার্মানি
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানটেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ
প্রাক্তন ছাত্রটেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ
পিএইচডি উপদেষ্টাWalter Hieber
পরিচিতির কারণOrganometallic compounds
Ferrocene
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৭৩)

জীবনী

ফিশার ১৯১৮ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এ রসায়ন পড়া শুরু করেন। তিন ১৯৪৯ সালে গ্র্যাজুয়েট হন। তিনি ১৯৫২ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৫ সালে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এ লেকচারার হিসেবে নিযুক্ত হন এবং ১৯৫৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.