উইলিয়াম ফ্রান্সিস জিওক

উইলিয়াম ফ্রান্সিস জিওক একজন মার্কিন রসায়নবিদ। তিনি ১৯৪৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

উইলিয়াম ফ্রান্সিস জিওক
জন্মMay 12, 1895
নায়াগ্রা ফলস, অন্টারিও, কানাডা
মৃত্যু২৮ মার্চ ১৯৮২(1982-03-28) (বয়স ৮৬)
বার্কলে, ক্যালিফোর্নিয়া
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রভৌত রসায়ন
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পিএইচডি উপদেষ্টাGeorge Ernest Gibson,
Gilbert N. Lewis
উল্লেখযোগ্য
পুরস্কার
Elliott Cresson Medal (1937)
রসায়নে নোবেল পুরস্কার (১৯৪৯)

জীবনী

জিওক ১৮৯৫ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯২০ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯২২ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩৪ সালে রসায়নের পূর্ণ অধ্যাপক হন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.