চ্যরিল নরমান হিঙ্ঘলিউড

স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড একজন ইংরেজ ভৌত রসায়নবিদ। তিনি ১৯৫৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

স্যার চ্যরিল নরমান হিঙ্ঘলিউড
জন্ম(১৮৯৭-০৬-১৯)১৯ জুন ১৮৯৭
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু৯ অক্টোবর ১৯৬৭(1967-10-09) (বয়স ৭০)
কর্মক্ষেত্রভৌত রসায়ন
প্রতিষ্ঠানঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাHarold Hartley
উল্লেখযোগ্য ছাত্রবৃন্দKeith J. Laidler
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার ১৯৫৬

জীবনী

হিঙ্ঘলিউড ১৮৯৭ সালের ১৯ জুন লন্ডনে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি একটি বিস্ফোরক কারখানায় রসায়নবিদ হিসেবে কাজ করেন। ১৯২১ থকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি ট্রিনিটি কলেজে টিউটর ছিলেন। ১৯৩৭ সালে তিনি রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সম্মাননা

অর্ডার অব মেরিট, ১৯৬০

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.