হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো

হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৯৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বর্তমানে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তিনি তার কর্মজীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন সাসেক্স বিশ্ববিদ্যালয় এ।

হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো
জন্ম (1939-10-07) ৭ অক্টোবর ১৯৩৯
কেম্ব্রিজশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
কর্মক্ষেত্ররসায়ন
প্রাক্তন ছাত্রশেফিল্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি ছাত্ররাJonathan Hare, Wen-Kuang Hsu, Mauricio Terrones
পরিচিতির কারণবাকমিনিস্টারফুলারিন
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার ১৯৯৬
স্ত্রী/স্বামীMargaret Henrietta Hunter (m. 1963; 2 children)
স্বাক্ষর

জীবনী

তিনি শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে বিএসসি এবং ১৯৬৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৭ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৫ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০০২-২০০৪ সাল পর্যন্ত রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    টেমপ্লেট:Copley Medallists 2001-2050

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.