ফ্রেডরিক স্যাঙ্গার

ফ্রেডরিক স্যাঙ্গার (১৩ আগস্ট ১৯১৮ - ১৯ নভেম্বর ২০১৩) একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। তিনি রসায়নে দুইটি নোবেল পুরস্কারপ্রাপ্ত একমাত্র ব্যক্তি। পুষ্টি জগতের প্রোটিনের গঠনের ইতিবৃত্ত আসে ড. ফ্রেডিরিখের গবেষণা ও চিন্তার সূত্র ধরে। প্রোটিনের রাসায়নিক রূপ দাঁড় করানোর জন্য ১৯৫৮ সালে প্রথমবার নোবেল পান তিনি।পরবর্তীতে নিউক্লিক এসিডের বেস সিকোয়েন্স নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ ১৯৮০ সালে রসায়নেই পুনরায় নোবেল পুরস্কার লাভ করেন।

ফ্রেডরিক স্যাঙ্গার
জন্ম(১৯১৮-০৮-১৩)১৩ আগস্ট ১৯১৮
Rendcomb, Gloucestershire, England
মৃত্যু১৯ নভেম্বর ২০১৩(2013-11-19) (বয়স ৯৫)
Cambridge, England
জাতীয়তাব্রিটিশ
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানকেমব্রিজ বিশ্ববিদ্যালয়,
Laboratory of Molecular Biology
প্রাক্তন ছাত্রকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাAlbert Neuberger
পিএইচডি ছাত্ররাRodney Robert Porter,
এলিজাবেথ ব্ল্যাকবার্ন
পরিচিতির কারণএমাইনো এসিড sequence of insulin, dideoxy method of sequencing DNA
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৫৮)
রসায়নে নোবেল পুরস্কার (১৯৮০)

জন্ম ও শিক্ষাজীবন

১৯১৮ সালে ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ার শহরে জন্ম ফ্রেডরিকের। বাবার পথ ধরে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার ছোটবেলাতে। তবে শেষ পর‌্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়নবিদ্যার ওপরেই তিনি উচ্চ শিক্ষা নেন। স্যাঙ্গার ১৯৪৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

সম্মাননা

  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি - ১৯৫৪
  • কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার - ১৯৫৩
  • অর্ডার অব দ্য কম্প্যানিয়ন্স অব অনার - ১৯৮১
  • অর্ডার অব মেরিট (কমনওয়েলথ) - ১৯৮৬
  • রয়েল মেডেল - ১৯৬৯
  • কপলি মেডেল - ১৯৭৭

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.