ব্রিটিশ

ব্রিটিশ (ইংরেজি: British) ব্রিটেনের বিশেষণীয় রূপ। ব্যুৎপত্তি অনুসারে British শব্দটি Pretannic থেকে এসেছে, যা বৃহৎ ব্রিটেনআয়ারল্যান্ডের অধিবাসীদের একসাথে নির্দেশ করার জন্য ব্যবহার করা হত। বিস্তারিত দেখুন ব্রিটিশ দ্বীপপুঞ্জ (পরিভাষা) নিবন্ধে।

ব্রিটিশ শব্দটি নীচের বিভিন্ন প্রতিবেশে ব্যবহৃত হতে পারে:

  • ভৌগোলিক প্রতিবেশে বা প্রসঙ্গে উল্লেখ হলে, ব্রিটিশ বলতে সাধারণত বৃহৎ ব্রিটেন থেকে আগত বস্তু বা ব্যক্তিকে বোঝায়; কদাচিৎ যুক্তরাজ্য থেকে আগত বস্তু বা ব্যক্তি বোঝাতেও এটি ব্যবহৃত হয়।
  • রাজনৈতিক প্রসঙ্গে ব্যবহার করা হলে এটি নীচের যেকোন স্থান বা জাতি হতে আগত ব্যক্তি বা বস্তু নির্দেশ করতে পারে:
  • 'ব্রিটিশ দ্বীপপুঞ্জ' (British Isles)
  • ঐতিহাসিক প্রসঙ্গে এটি ব্রিটিশ সাম্রাজ্যের, যুক্তরাজ্যের বা ব্রিটিশ সৈন্যদের শাসনাধীন অঞ্চল বোঝাতে পারে।

আরও দেখুন

  • ব্রিটিশের বিকল্প শব্দসমূহ
  • ব্রিটিশ জাতীয়তা আইন
  • ব্রিটন
  • কৃষ্ণাঙ্গ ব্রিটিশ
  • শ্বেতাঙ্গ ব্রিটিশ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.