ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (ইংরেজি ভাষায়: British Virgin Islands, সংক্ষেপে BVI), সরকারীভাবে শুধু ভার্জিন দ্বীপপুঞ্জ নামেও পরিচিত (Virgin Islands),[3] একটি ব্রিটিশ অধিকৃত সামুদ্রিক অঞ্চল। এটি ক্যারিবীয় সাগরে পুয়ের্তো রিকোর পূর্বে অবস্থিত। এই দ্বীপগুলি বৃহত্তর ভার্জিন দ্বীপাঞ্চল-এর অংশবিশেষ গঠন করেছে। এই দ্বীপাঞ্চলে আরও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জ এবং স্পেনীয় ভার্জিন দ্বীপপুঞ্জ
ভার্জিন দ্বীপপুঞ্জ |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
নীতিবাক্য: "Vigilate" (লাতিন) "সদাসতর্ক থাকো।" |
||||||
জাতীয় সঙ্গীত: "গড সেভ দ্য কুইন" আঞ্চলিক সঙ্গীত: "ও, বিউটিফুল ভার্জিন আইল্যান্ডস" |
||||||
![]() |
||||||
![]() ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অবস্থান |
||||||
অবস্থা | ব্রিটিশ সামুদ্রিক অঞ্চল | |||||
রাজধানী | রোড টাউন | |||||
বৃহত্তম শহর | capital | |||||
সরকারি ভাষা | ইংরেজি | |||||
জাতিগোষ্ঠী |
|
|||||
জাতীয়তাসূচক বিশেষণ | ভার্জিন দ্বীপবাসী (ভার্জিন আইল্যান্ডার Virgin Islander) | |||||
সরকার | সাংবিধানিক রাজতন্ত্রের অধীনস্থ সংসদীয় নির্ভরশীল অঞ্চল | |||||
• | রাণী | ২য় এলিজাবেথ | ||||
• | প্রশাসক (গভর্নর) | জন ডানকান | ||||
• | উপ-প্রশাসক (ডেপুটি গভর্নর) | ভি. ইনেজ আর্চিবাল্ড | ||||
• | মুখ্যমন্ত্রী | অরল্যান্ডো স্মিথ | ||||
• | দ্বায়িত্বশীল মন্ত্রীb (যু.রা.) | ব্যারনপত্নী অ্যানলি অফ সেন্ট জনস | ||||
আইন-সভা | হাউস অফ অ্যাসেম্বলি | |||||
প্রতিষ্ঠা যুক্তরাজ্যের একটি নির্ভরশীল অঞ্চল হিসেবে | ||||||
• | বিযুক্তি | ১৯৬০ | ||||
• | স্বায়ত্বশাসন | ১৯৬৭ | ||||
• | মোট | ১৫৩ কিমি২ (২১৬তম) ৫৯ বর্গ মাইল |
||||
• | জল/পানি (%) | 1.6 | ||||
জনসংখ্যা | ||||||
• | ২০১০ আদমশুমারি | ২৮,০৫৪[1] (২১২তম) | ||||
• | ঘনত্ব | 260/কিমি২ (৬৮তম) ৬৭৩/বর্গ মাইল |
||||
মোট দেশজ উৎপাদন (ক্রয়ক্ষমতা সমতা) |
আনুমানিক | |||||
• | মোট | ৮৫.৩৪ কোটি মার্কিন ডলার[2] | ||||
• | মাথা পিছু | ৪৩,৩৬৬ মার্কিন ডলার | ||||
মুদ্রা | মার্কিন ডলার (USD) | |||||
সময় অঞ্চল | আমাস (AST) (ইউটিসি-4) | |||||
গাড়ী চালনার দিক | বাম | |||||
কলিং কোড | +1-284 | |||||
ইন্টারনেট টিএলডি | .vg | |||||
ক. | Source for all ethnic groups including labels: 2010 Census of Population | |||||
খ. | For the Overseas Territories. |
ব্রিটিশ ভার্জিন দ্বীপগুলির মোট আয়তন প্রায় ১৫০-বর্গকিলোমিটার (৫৮-বর্গমাইল)। এর মূল দ্বীপগুলি হল টর্টোলা, ভার্জিন গর্ডা, অ্যানেগাডা এবং জস্ট ভ্যান ডাইক। এছাড়াও এতে আরও প্রায় ৫০টি ক্ষুদ্রতর দ্বীপ ও "কে" (cay) আছে। মোট প্রায় ১৫টি দ্বীপে মনুষ্যবসতি আছে। রাজধানী শহরের নাম রোড টাউন; এটি বৃহত্তম দ্বীপ টর্টোলাতে অবস্থিত (২০ কিমি (১২ মা) দীর্ঘ ও ৫ কিমি (৩ মা) প্রশস্ত)। এই দ্বীপগুলিতে মোট প্রায় ২৮ হাজার লোকের বাস, যাদের প্রায় ২৩,৫০০ জন[4] টর্টোলা দ্বীপে বাস করে।
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অধিবাসীদেরকে ব্রিটিশ-অধিকৃত সামুদ্রিক অঞ্চলের নাগরিক হিসেবে গণ্য করা হয়। ২০০২ সাল থেকে তারা পূর্ণ ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যদিও অঞ্চলটি ইউরোপীয় ইউনিয়ন-এর অন্তর্ভুক্ত নয় কিংবা সেখানকার আইনের আওতায় পড়ে না, এর অধিবাসীদেরকে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবেও গণ্য করা হয়।[5]
তথ্যসূত্র
- The BVI Beacon "Portrait of a population: 2010 Census published" pg. 4, 20 November 2014
- "The World Factbook"। cia.gov।
- According to the Virgin Islands Constitution Order, 2007, the territory's official name is simply 'Virgin Islands'.
- The BVI Beacon "Portrait of a population: 2010 Census published" pg. 4, 20 November 2014 confirms that on Census date, 23,419 lived on Tortola
- "EU relations with Overseas Countries and Territories (OCTs)," European Commission website, accessed 5 December 2012