এলিজাবেথ ব্ল্যাকবার্ন

এলিজাবেথ হেলেন ব্ল্যাকবার্ন (ইংরেজি: Elizabeth Blackburn) (জন্ম: নভেম্বর ২৬, ১৯৪৮) একজন অস্ট্রেলীয় বংশদ্ভূত মার্কিন গবেষক। তিনি জীবের ক্রোমজোমের টেলোমারে সম্পর্কিত গবেষণা করেন। অনান্য বিজ্ঞানীদের সাথে যৌথভাবে টেলোমারেজ এনজাইম আবিস্কারের জন্য তিনি ২০০৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন[1]। বর্তমানে তিনি কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জৈবরসায়নের উপর কাজ করছেন।

এলিজাবেথ ব্ল্যাকবার্ন
জন্ম (1948-11-26) ২৬ নভেম্বর ১৯৪৮
হোবার্ট, তাসমানিয়া
বাসস্থানযুক্তরাষ্ট্র
নাগরিকত্বঅস্ট্রেলিয়ান এবং আমেরিকান
কর্মক্ষেত্রআণবিক জীববিজ্ঞান
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কো
ইয়েল বিশ্ববিদ্যালয়
দ্য সাল্ক ইন্সটিটিউট
প্রাক্তন ছাত্রমেলবোর্ন বিশ্ববিদ্যালয়,
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাফ্রেডরিক স্যাঙ্গার
পিএইচডি ছাত্ররাক্যারল গ্রেইডার‌
উল্লেখযোগ্য
পুরস্কার
Harvey Prize {১৯৯৯}, Heineken Prize, Lasker Award, Louisa Gross Horwitz Prize, L'Oréal-UNESCO Award for Women in Science (২০০৮) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৯)

জন্ম ও শিক্ষা

এলিজাবেথ ব্ল্যাকবার্ন অস্ট্রেলিয়ার তাসমানিয়াস্থ হোবার্টে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা উভয়েই চিকিৎসক ছিলেন। তাসমানিয়াতে ব্রডল্যান্ড হাউস স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে তার পরিবারসহ মেলবোর্নে চলে যান। মেলবোর্ন বিশ্ববিদ্যালয় হতে তিনি ১৯৭০ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৭২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৫ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল স্টাডি করেন। ১৯৮১ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে আণবিক জীববিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কোতে মাইক্রোবায়লজি এবং ইমিউনোলজি বিভাগে যোগদান করেন। ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন।

পরিবার

তার স্বামীর নাম জন ডাব্লিউ সেডাট। তিনি এক সন্তানের জননী।

কর্মজীবন

তথ্যসূত্র

  1. নোবেল পুরস্কার ২০০৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.