জেমস হোয়াইট ব্ল্যাক
জেমস হোয়াইট ব্ল্যাক ছিলেন একজন স্কটিশ ডাক্তার এবং ওষুধবিদ। তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি বিভাগ প্রতিষ্ঠা করেন।
জেমস হোয়াইট ব্ল্যাক | |
---|---|
![]() | |
জন্ম | স্কটল্যান্ড | ১৪ জুন ১৯২৪
মৃত্যু | ২২ মার্চ ২০১০ ৮৫) লন্ডন | (বয়স
কর্মক্ষেত্র | ওষুধবিজ্ঞান |
প্রতিষ্ঠান | মালয় বিশ্ববিদ্যালয় গ্লাসগো বিশ্ববিদ্যালয় ICI Pharmaceuticals ইউনিভার্সিটি কলেজ লন্ডন কিংস কলেজ লন্ডন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | work towards the use of propranolol and cimetidine |
উল্লেখযোগ্য পুরস্কার | Lasker award (1976) Artois-Baillet Latour Health Prize (1979) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৮) রয়েল মেডেল (২০০৪) |
জীবনী
তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭৩ সালে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
সম্মাননা
১৯৭৬ সালে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত হন। ২০০০ সালে তিনি অর্ডার অব মেরিটে ভূষিত হন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.