ফিলিপ এ শার্প

ফিলিপ অ্যালেন শার্প একজন মার্কিন জিনবিজ্ঞানী এবং আণবিক জীববিজ্ঞানী। তিনি ১৯৯৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

ফিলিপ অ্যালেন শার্প
Sharp in 2009
জন্ম (1944-06-06) ৬ জুন ১৯৪৪
কেন্টাকি
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রজীববিজ্ঞানী
প্রতিষ্ঠানক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি
Cold Spring Harbor Laboratory
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রাক্তন ছাত্রইউনিয়ন কলেজ
ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
পিএইচডি ছাত্ররাঅ্যান্ড্রু জেড ফায়ার
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৩), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (২০০৪)
স্ত্রী/স্বামীAnn Holcombe

জীবনী

শার্প কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিয়ন কলেজে রসায়ন ও গণিতে পড়াশোনা করেন। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯৬৯ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি অর্জনের পর ১৯৭১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি তে কাজ করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির জীববিজ্ঞানের চেয়ারম্যান ছিলেন।

সম্মাননা

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.