রবার্ট ফ্রান্সিস ফার্চগট

রবার্ট ফ্রান্সিস ফার্চগট একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৯৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

রবার্ট ফ্রান্সিস ফার্চগট
জন্মরবার্ট ফ্রান্সিস ফার্চগট
জুন ৪, ১৯১৬
চার্লস্টন, সাউথ ক্যারোলিনা
মৃত্যু১৯ মে ২০০৯(2009-05-19) (বয়স ৯২)
সিয়াটল, ওয়াশিংটন
নাগরিকত্বমার্কিন
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানSUNY Downstate Medical Center 1956-2009 ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস ১৯৪৯-১৯৫৬
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৮
স্ত্রী/স্বামীLenore Mandelbaum (1941-1983; her death; 3 children)
Margaret Gallagher Roth (?-2006; her death)
স্বাক্ষর

জীবনী

ফার্চগট সাউথ ক্যারোলিনার চার্লসটনে জন্মগ্রহণ করেন। তিনি নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে ১৯৪০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ডাউনস্টেট মেডিকেল সেন্টারের ফার্মাকোলজির অধ্যাপক ছিলেন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.