ওয়াল্টার কোন
ওয়াল্টার কোন (৯ মার্চ, ১৯২৩ - ১৯ এপ্রিল, ২০১৬) একজন অস্ট্রীয়-মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
ওয়াল্টার কোন | |
---|---|
![]() Kohn at the 2012 Lindau Nobel Laureate Meeting | |
জন্ম | ৯ মার্চ, ১৯২৩ ভিয়েনা, অস্ট্রিয়া |
মৃত্যু | ১৯ এপ্রিল ২০১৬ ৯৩) সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো |
প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অব টরোন্টো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | জুলিয়ান শুইঙার |
পরিচিতির কারণ | Density functional theory |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
স্বাক্ষর ![]() |
জীবনী
কোন ১৯৪৬ সালে ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে ফলিত গণিতে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন জুলিয়ান শুইঙার। তিনি পরে কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে চলে যান। ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোতে পদার্থবিজ্ঞান বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগ দেন এবং ১৯৭৯ সাল পর্যন্ত এখানেই ছিলেন। ১৯৮৪ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার পদার্থবিজ্ঞান বিভাগে।
পুরস্কার ও সম্মাননা
- সম্মানসূচক ডক্টরেট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ২০১২[1]
- নোবেল পুরস্কার, (১৯৯৮)
তথ্যসূত্র
- news.harvard.edu/gazette/story/2012/05/eight-receive-honorary-degrees/
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.