ড্যানিয়েল চি ৎসুই
ড্যানিয়েল চি ৎসুই একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে বিজ্ঞানী রবার্ট বি. লাফলিন এবং হর্স্ট লুডভিগ স্ট্যোরমার-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
ড্যানিয়েল চি ৎসুই | |
---|---|
![]() ড্যানিয়েল চি ৎসুই | |
দেশীয় নাম | 崔琦 (Cuī Qí) |
জন্ম | হেনান | ২৮ ফেব্রুয়ারি ১৯৩৯
বাসস্থান | নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান তড়িৎ প্রকৌশল |
প্রতিষ্ঠান | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় বেল ল্যাব্স কলাম্বিয়া ইউনিভার্সিটি |
প্রাক্তন ছাত্র | শিকাগো বিশ্ববিদ্যালয় (PhD) Augustana College (BSc) |
পরিচিতির কারণ | Fractional quantum Hall effect |
উল্লেখযোগ্য পুরস্কার | Oliver E. Buckley Condensed Matter Prize (1984)![]() |
জীবনী
দ্যানিয়েল শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি বেল ল্যাবসে যোগদান করেন। ১৯৮২ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ তড়িৎ প্রকৌশলের অধ্যাপক নিযুক্ত হন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
সম্মাননা
ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.