নরম্যান ফস্টার র‌্যামজে

নরম্যান ফস্টার র‌্যামজে, জুনিয়র একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি ১৯৮৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। কর্মজীবনের অধিকাংশ সময় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

নরম্যান ফস্টার র‌্যামজে, জুনিয়র
জন্ম(১৯১৫-০৮-২৭)২৭ আগস্ট ১৯১৫
ওয়াশিং টন
মৃত্যু৪ নভেম্বর ২০১১(2011-11-04) (বয়স ৯৬)
ম্যাসাচুসেটস
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাইসিদোর ইজাক রাবি
পিএইচডি ছাত্ররাডেভিড জে ওয়াইনল্যান্ড, ড্যানিয়েল ক্লিপনার, হওয়ার্ড বার্গ
পরিচিতির কারণবিচ্ছিন্ন স্পন্দনশীল ক্ষেত্রের পদ্ধতি
উল্লেখযোগ্য
পুরস্কার
আইইইই মেডেল অব অনার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৮৯

জীবনী

নরম্যান ফস্টার র‌্যামজে, জুনিয়র ১৯২৭ সালের ১৫ অগাস্ট ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আবারো ব্যাচেলর্স করেন, তবে এবার পদার্থবিজ্ঞানে। তিনি ১৯৪০ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪০ সালে তিনি এলিনর জেমসনকে বিয়ে করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই বছর এমআইটি রেডিয়েশন ল্যাবে ৩ সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যের রাডার গবেষণা দলের প্রধান ছিলেন। ১৯৪৩ সালে লস আলামসে ম্যানহাটন প্রকল্পে কাজ করতে যান। যুদ্ধ শেষে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে ফিরে আসেন। তিনি নিউইয়র্কে ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরী প্রতিষ্ঠায় অবদান রাখেন। ১৯৪৭ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং পরবর্তী ৪০ বছর সেখানে শিক্ষকতা করেন। এ সময়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেন।

প্রকাশনা

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.