জোসেফ হুটন টেইলর জুনিয়র

জোসেফ হুটন টেইলর জুনিয়র একজন মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জোসেফ হুটন টেইলর জুনিয়র
টেইলর, ২০০৮ সালে
জন্ম (1941-03-29) ২৯ মার্চ ১৯৪১
ফিলাডেলফিয়া, পেন্সিলভেনিয়া
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট
Five College Radio Astronomy Observatory
প্রাক্তন ছাত্রহ্যাভারফোর্ড কলেজ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণপালসার
উল্লেখযোগ্য
পুরস্কার
Henry Draper Medal (১৯৮৫)
John J. Carty Award (১৯৯১)
Wolf Prize in Physics (১৯৯২)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৩)

জীবনী

টেইলর ১৯৪১ সালের ২৯ মার্চ ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হ্যাভারফোর্ড কলেজ থেকে ১৯৬৩ সালে পদার্থবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.