জঁ-বাতিস্ত পেরাঁ

জঁ-বাতিস্ত পেরাঁ[1] (ফরাসি: Jean-Baptiste Perrin) (সেপ্টেম্বর ৩০, ১৮৭০ - এপ্রিল ১৭, ১৯৪২) ফ্রান্সের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ফ্রান্সের লিল নগরীতে জন্মগ্রহণ করেন। লিলে অবস্থিত École Normale Supérieure-তে অধ্যয়ন করেছিলেন। তিনি ১৯২৬ সালে পদার্থের বিচ্ছিন্ন গঠন বিষয়ে গবেষণা এবং বিশেষত থিতানো ভারসাম্য আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৮৯৪-৯৭ সালের দিকে École Normale Supérieure স্কুলের সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন এবং এখানেই ক্যাথোড রশ্মিরঞ্জন রশ্মি নিয়ে গবেষণা করেন। পরবর্তিতে ১৯১০ সালে প্যারিসের সরবোনে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ফ্রান্স দখল করে নেয়ার পূর্ব পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন।

জঁ-বাতিস্ত পেরাঁ
জন্মসেপ্টেম্বর ৩০, ১৮৭০
লিল, ফ্রান্স
মৃত্যু১৭ এপ্রিল ১৯৪২(1942-04-17) (বয়স ৭১)
নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তা ফ্রান্স
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানএকোল নর্মাল সুপেরিয়র, প্যারিস বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রএকোল নর্মাল সুপেরিয়র, প্যারিস বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৬)

পাদটীকা

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.