ভোল্‌ফগাং পাউলি

ভোল্‌ফগাং এর্ন্‌স্ট পাউলি (এপ্রিল ২৫, ১৯০০ডিসেম্বর ১৫, ১৯৫৮) ছিলেন একজন বিখ্যাত অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী

ভোল্‌ফগাং এর্ন্‌স্ট পাউলি
জন্মএপ্রিল ২৫ ১৯০০
ভিয়েনা, অস্ট্রিয়া-হাঙ্গেরি
মৃত্যু১৫ ডিসেম্বর ১৯৫৮(1958-12-15) (বয়স ৫৮)
জুরিখ, সুইজারল্যান্ড
জাতীয়তা Austrian
American
Swiss
প্রতিষ্ঠানগ্যটিঙেন বিশ্ববিদ্যালয়
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়
হামবুর্গ বিশ্ববিদ্যালয়
ইটিএইচ জুরিখ
মিশিগান বিশ্ববিদ্যালয়
Institute for Advanced Study
প্রাক্তন ছাত্রলুডভিগ-মাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাআর্নল্ড সমারফেল্ড
পিএইচডি ছাত্ররানিকোলাস কেমার
পরিচিতির কারণপাউলির বর্জন নীতি
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৪৫)

কর্মজীবন

তিনি পাউলির বর্জন নীতির আবিষ্কারক হিসাবে বিখ্যাত হয়ে আছেন। ১৯২৫ সালে করা তার এই কাজের জন্য, ১৯৪৫ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তেজস্ক্রিয়তার একটি গুরত্বপুর্ণ দিক বিটার অবক্ষয় নিয়ে কাজ করতে গিয়ে তিনি নতুন কণা নিউট্রিনো -র প্রস্থাবও করেন। ১৯৪৬ সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন।[1]

তথ্যসূত্র

  1. দাশগুপ্ত, ধীমান (এপ্রিল ১৯৯৭)। বিজ্ঞানী চরিতাভিধান (১ সংস্করণ)। কলকাতা: বাণীশিল্প। পৃষ্ঠা ২৬। আইএসবিএন বিহীন |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.