ডেভিড মরিস লী

ডেভিড মরিস লী (জন্ম: ২০ জানুয়ারি, ১৯৩১) একজন নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৬ সালে ডগলাস ডীন অশেররফ এবং রবার্ট সি. রিচার্ডসন এর সাথে হিলিয়াম-৩ এর সুপারফ্লুইডিটি আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [1]

ডেভিড মরিস লী
ডেভিড মরিস লী, ২০০৭ সালে
জন্ম (1931-01-20) ২০ জানুয়ারি ১৯৩১
Rye, নিউ ইয়র্ক
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানকর্নেল ইউনিভার্সিটি
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি (2009-present)
প্রাক্তন ছাত্রইয়েল বিশ্ববিদ্যালয়
কানেকটিকাট বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাHenry A. Fairbank
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৬)
Oliver Buckley Prize (১৯৮১)
Sir Francis Simon Memorial Prize (১৯৭৬)

জীবনী

লী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এর রী শহরে জন্মগ্রহণ করেন।[2] তার বাবা, এ্যান্নেট (ফ্রাংক্স), একজন শিক্ষক, এবং মা মারভিন লী, একজন তড়িৎ প্রকৌশলী ছিলেন। তারা উভয়ই ইংল্যান্ড এবং লিথুয়ানিয়ার ইহুদী অভিবাসী পরিবারের সন্তান ছিলেন। ডেভিড লী ১৯৫২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হন। এর পর তিনি মার্কিন সেনাবাহিনীতে ২২ মাস কাজ করেন। এরপর তিনি কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৯সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "The Nobel Prize in Physics 1996"। Nobel Foundation। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৪
  2. Biography on the Nobel Foundation website

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.