ডেভিড জোনাথন গ্রস
ডেভিড জোনাথন গ্রস (জন্ম: ১৯ ফেব্রুয়ারি, ১৯৪১) একজন মার্কিন কণা পদার্থবিজ্ঞানী। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা এর কাভলি ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল ফিজিক্সের সাবেক পরিচালক। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক।
ডেভিড জোনাথন গ্রস | |
---|---|
![]() ডেভিড জোনাথন গ্রস | |
জন্ম | ওয়াশিংটন ডিসি, U.S. | ১৯ ফেব্রুয়ারি ১৯৪১
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, স্ট্রিং তত্ত্ব |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | হিব্রু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
পিএইচডি উপদেষ্টা | Geoffrey Chew |
পিএইচডি ছাত্ররা | ফ্রাঙ্ক অ্যান্থনি উইলজেক এডওয়ার্ড উইটেন William E. Caswell Rajesh Gopakumar Nikita Nekrasov |
পরিচিতির কারণ | Asymptotic freedom Heterotic string |
উল্লেখযোগ্য পুরস্কার | Dirac Medal (1988) Harvey Prize (2000) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৪) |
স্বাক্ষর ![]() |
জীবনী
ডেভিড গ্রস ১৯৪১ সালের ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। তিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।[1] তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৬ সালে পিএইচডি অর্জন করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালিয়ের একজন জুনিয়র ফেলো এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন।
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.