রবার্ট উড্রো উইলসন

রবার্ট উড্রো উইলসন (ইংরেজি: Robert Woodrow Wilson) একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী। তিনি আরনো এলান পেনজিয়াসের সাথে যৌথভাবে মহাজাগতিক ক্ষুদ্র তরঙ্গ পটভূমি বিকিরণ আবিষ্কার করেন। এজন্য তারা ১৯৭৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

রবার্ট উড্রো উইলসন (বামে) সাথে আরনো এলান পেনজিয়াস
জন্ম (1936-01-10) ১০ জানুয়ারি ১৯৩৬
হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রাক্তন ছাত্ররাইস ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণমহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণ
উল্লেখযোগ্য
পুরস্কার
Henry Draper Medal (১৯৭৭)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭৮)

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.