হ্যান্স গেয়র্গ ডেমেল্ট
হ্যান্স গেয়র্গ ডেমেল্ট (৯ সেপ্টেম্বর, ১৯২২ - ৭ মার্চ, ২০১৭) একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৮৯ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।[1]
হ্যান্স গেয়র্গ ডেমেল্ট | |
---|---|
জন্ম | জার্মানি | ৯ সেপ্টেম্বর ১৯২২
মৃত্যু | ৭ মার্চ ২০১৭ ৯৪) সিয়াটল, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | জার্মানি |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ডিউক বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন |
উল্লেখযোগ্য ছাত্রবৃন্দ | ডেভিড জে ওয়াইনল্যান্ড |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
জীবনী
তিনি ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন থেকে ১৯৪৮ সালে মাস্টার্স এবং ১৯৫০ সালে পিএইচডি অর্জন করেন। তিনি ডক্টরেটোত্তর গবেষণা করেন ডিউক বিশ্ববিদ্যালয়ে। সিয়াটলে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ১৯৫৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৫৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬১ সালে পূর্ণ অধ্যাপক হন।
সম্মাননা
- ডেভিসন-জার্মার পুরস্কার (১৯৭০)
- রামফোর্ড পুরস্কার (১৯৮৫)
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৯)
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৫)
তথ্যসূত্র
- "Nobel Prize in Physics 1989. Press release"। The Royal Swedish Academy of Sciences। ১২ অক্টোবর ১৯৮৯। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.