গ্যটিঙেন বিশ্ববিদ্যালয়

গ্যটিঙেন বিশ্ববিদ্যালয় (জার্মান: Georg-August-Universität Göttingen) জার্মানির গ্যটিঙেন শহরে অবস্থিত একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়। অন্য নাম গেয়র্গ-অগুস্ট বিশ্ববিদ্যালয়। ১৭৩৪ সালে যুক্তরাজ্যের রাজা এবং হানোভার রাজ্যের ইলেক্টর জর্জ ২ এটি প্রতিষ্ঠা করেন। পাঠদান শুরু হয় ১৭৩৭ সালে। অচিরেই আকার ও জনপ্রিয়তার দিক দিয়ে প্রতিষ্ঠানটি এগোতে শুরু করে। গ্যটিঙেন শহরটি খুব ছোট এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। শহরের মূল অধিবাসী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা।

গ্যটিঙেন বিশ্ববিদ্যালয়
Georg-August-Universität Göttingen
লাতিন: Universitas Regiæ Georgiæ Augustæ
নীতিবাক্যIn publica commoda (লাতিন)
Zum Wohle aller (জার্মান)[1]
বাংলায় নীতিবাক্য
জনগণের সুবিধার্তে
ধরনপাবলিক আইন ভিত্তি (Stiftung öffentlichen Rechts, ২০০৩ থেকে)
স্থাপিত১৭৩৪
সভাপতিঅধ্যাপক ডঃ উল্রিকে বাইসিগেল
প্রশাসনিক কর্মকর্তা
১০.৮৭৬
শিক্ষার্থী২৪.১৪৩
অবস্থান
গ্যটিঙেন
,
লোয়ার স্যাক্সনি
,
অধিভুক্তিGerman Excellence Universities
Coimbra Group
ইইউএ
ওয়েবসাইটwww.uni-goettingen.de

বর্তমানে গ্যটিঙেন বিশ্ববিদ্যালয় জার্মানির সবচেয়ে নামী বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এখান থেকে এ যাবৎ মোট ৪৫ জন ব্যক্তি নোবেল পুরস্কার জিতেছেন।

বিভিন্ন তালিকায় বিশ্ববিদ্যালয়টির শীর্ষ অবস্থানও উল্লেখযোগ্য। যেমন, ২০১০ সালে টাইমস হায়ার এডুকেশন এর করা বিশ্বের সর্বোত্তম বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এটি জার্মানিতে ১ম এবং সমগ্র বিশ্বে ৪৩তম স্থান অধিকার করে।

বিখ্যাত ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

  1. Universität Göttingen (অক্টোবর ৫, ২০০৯)। "Leitbild für Alumni Göttingen"। ৩১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৫, ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.