আর্থার কম্পটন

আর্থার হোলি কম্পটন কম্পটন ক্রিয়া আবিষ্কারের জন্য ১৯২৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের উহিও অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রেই তার শিক্ষা এবং কর্মজীবন কেটেছে। ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সেন্টট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়-এর আচার্যের দায়িত্ব পালন করেন।

আর্থার হোলি কম্পটন
আর্থার কম্পটন
জন্মসেপ্টেম্বর ১০, ১৮৯২
উস্টার, ওহিও, যুক্তরাষ্ট্র
মৃত্যু১৫ মার্চ ১৯৬২(1962-03-15) (বয়স ৬৯)
বার্কলি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
বাসস্থানযুক্তরাষ্ট্র
জাতীয়তা যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস
প্রাক্তন ছাত্রউস্টার কলেজ
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাওয়েন উইলিয়ান্‌স রিচার্ডসন
এইচ এল কুক
পরিচিতির কারণকম্পটন ক্রিয়া
কম্পটন দৈর্ঘ্য
কম্পটন বিক্ষেপণ
কম্পটন তরঙ্গদৈর্ঘ্য
কম্পটন অপসারণ
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৭)
Matteucci Medal (১৯৩০)
ফ্রাঙ্কলিন পদক (১৯৪০)
Hughes Medal (১৯৪০)
Medal for Merit (১৯৪৬)
স্বাক্ষর
টীকা
এলিয়াস কম্পটন-এর পুত্র, উইলসন কম্পটন এবং কার্ল টেলর কম্পটন-এর ভাই এবং জন জোসেফ কম্পটন-এর পিতা
পূর্বসূরী
হ্যারি ব্রুকিংস ওয়ালেস
সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আচার্য
১৯৪৫৬–১৯৫৩
উত্তরসূরী
এথান এ এইচ শেপলি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.