জন রবার্ট শ্রিফার

জন রবার্ট শ্রিফার (৩১ মে ১৯৩১–২৭ মে ২০১৯)[1] একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৭২ সালে জন বারডিন এবং লিয়ন এন কুপারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। অতিপরিবাহিতা বিষয়ে বিসিএস তত্ত্ব প্রদানের জন্য তাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছিল। তত্ত্বটির নামকরণ করা হয়েছে এই তিনজনের নামের আদ্যক্ষরের মাধ্যমে।

জন রবার্ট শ্রিফার
জন্ম৩১ মে ১৯৩১
ইলিনয়
মৃত্যু২৭ মে ২০১৯
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানপেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি
প্রাক্তন ছাত্রম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
পিএইচডি উপদেষ্টাজন বারডিন
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭২
Comstock Prize in Physics (1968)

জীবনী

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "Nobel Prize-Winning Physicist Schrieffer Dies in Florida"New York Times। 27 July2019। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.