এমিলিও জিনো সেগরে

এমিলিও জিনো সেগরে (ফেব্রুয়ারি ১, ১৯০৫ - এপ্রিল ২২, ১৯৮৯) বিখ্যাত ইতালীয় পদার্থবিজ্ঞানী। তিনি প্রতিপ্রোটন আবিষ্কারের জন্য ১৯৫৯ সালে অপর বিজ্ঞানী ওয়েন চেম্বারলেইন-এর সসথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

এমিলিও জিনো সেগরে
জন্মEmilio Gino Segrè
(১৯০৫-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯০৫
Tivoli, Italy
মৃত্যু২২ এপ্রিল ১৯৮৯(1989-04-22) (বয়স ৮৪)
ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানলস আলামস ন্যাশনাল ল্যাবরেটরী
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
University of Palermo
University of Rome La Sapienza
কলাম্বিয়া ইউনিভার্সিটি
প্রাক্তন ছাত্রUniversity of Rome La Sapienza
পিএইচডি উপদেষ্টাএনরিকো ফের্মি
পিএইচডি ছাত্ররাBasanti Dulal Nagchaudhuri
Thomas Ypsilantis
Herbert York
পরিচিতির কারণDiscovery of the antiproton
Discovery of technetium
Discovery of astatine
উল্লেখযোগ্য
পুরস্কার
Nobel Prize in Physics (1959)
স্বাক্ষর
এমিলিও জিনো সেগরে'র অঙ্কিত ছবি

জীবনী

সেগরে'র জন্ম ইতালির তিভোলিতে। তিনি ইউনিভার্সিটি অফ রোম লা সাপিয়েন্‌জাতে প্রকৌশলের ছাত্র হিসেবে ভর্তি হন। ১৯২৭ সালে তিনি প্রকৌশল ছেড়ে পদার্থবিজ্ঞান বিভাগে চলে যান এবং ১৯২৮ সালে এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি এনরিকো ফের্মির অধীনে পড়াশোনা করেছেন।

১৯২৮ এবং ১৯২৯ সালে ইতালীয় সেনাবাহিনীতে সীমিত পরিসরের কিছু কাজ করার পর তিনি রকফেলার ফাউন্ডেশনের ফেলো হিসেবে কাজ শুরু করেন। এ সময় তিনি হামবুর্গে অটো ষ্টের্ন এবং আমস্টারডামে পিটার জেমানের সাথে কাজ করেন। ১৯৩২ সালে সেগরে রোম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৩৬ সাল পর্যন্ত এই পদ বহাল ছিলেন। ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত পালেরমো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান গবেষণাগারের পরিচালক ছিলেন।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.