ভিতালি গিঞ্জবার্গ

ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ একজন সোভিয়েত এবং রাশিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। গিঞ্জবার্গ সোভিয়েত হাইড্রোজেন বোমার অন্যতম জনক। ২০০৩ সালে তিনি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

ভিতালি গিঞ্জবার্গ
জন্মভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ
(১৯১৬-১০-০৪)৪ অক্টোবর ১৯১৬
মস্কো, রাশিয়ান সাম্রাজ্য
মৃত্যুনভেম্বর ৮, ২০০৯(2009-11-08) (বয়স ৯৩)
মস্কো, রাশিয়া
জাতীয়তারাশিয়া
কর্মক্ষেত্রতাত্ত্বিক পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানলেবেদেভ ফিজিক্যাল ইন্সটিটিউট
প্রাক্তন ছাত্রমস্কো স্টেট ইউনিভার্সিটি
পিএইচডি উপদেষ্টাইগর তাম
পিএইচডি ছাত্ররাViatcheslav Mukhanov
পরিচিতির কারণঅতিপরিবাহিতা, প্লাজমা, অতিতারল্য, ফেরোইলেক্ট্রিসিটি
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৩)
Wolf Prize in Physics (1994/95)
Lomonosov Gold Medal (1995)
স্ত্রী/স্বামীOlga Zamsha Ginzburg (1937-1946; divorced; 1 child)
Nina Yermakova Ginzburg (m. 1946)

জীবনী

গিঞ্জবার্গ ১৯১৬ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ফ্যাকাল্টি থেকে গ্র্যাজুয়েট হন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.