পিটার ম্যান্সফিল্ড

পিটার ম্যান্সফিল্ড (৯ অক্টোবর, ১৯৩৩ - ৮ ফেব্রুয়ারি, ২০১৭) একজন পদার্থবিজ্ঞানী। তিনি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বিষয়ক গবেষণার জন্য ২০০৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

পিটার ম্যান্সফিল্ড
জন্ম(১৯৩৩-১০-০৯)৯ অক্টোবর ১৯৩৩
ল্যাম্বেথ, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু৮ ফেব্রুয়ারি ২০১৭(2017-02-08) (বয়স ৮৩)
লন্ডন, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
প্রতিষ্ঠানইলিনয় বিশ্ববিদ্যালয়,
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রকুইন মেরি কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাJack Powles
পরিচিতির কারণম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং
উল্লেখযোগ্য
পুরস্কার
ফেলো অব দ্য রয়েল সোসাইটি (1১৯৮৭),
Knighted (1993),
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৩)

জীবনী

ম্যান্সফিল্ড ১৯৩৩ সালের ৯ অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে কুইন মেরি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৪ সালে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালে তিনি জ্যেষ্ঠ প্রভাষক এবং ১৯৭০ সালে রীডার পদে উন্নীত হন। ১৯৯০ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৯৪ সালে অবসর নেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.