লেল্যান্ড এইচ হার্টওয়েল

লেল্যান্ড হ্যারিসন হার্টওয়েল ২০০১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

লেল্যান্ড হ্যারিসন হার্টওয়েল
জন্ম (1939-10-30) ৩০ অক্টোবর ১৯৩৯
লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানমার্কিন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানFred Hutchinson Cancer Research Center
আরিজোনা স্টেট ইউনিভার্সিটি
Biodesign Institute
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন Amrita Vishwa Vidyapeetham
প্রাক্তন ছাত্রক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণCell cycle regulation
উল্লেখযোগ্য
পুরস্কার
Albert Lasker Award (1988) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০১

জীবনী

হার্টওয়েল ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬১ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন করেন ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬৪ সালে। ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন এ অধ্যাপনা করেন। ১৯৬৮ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.