ফ্রেডরিক বেনটিং

ফ্রেডরিক গ্র্যান্ট বেনটিং (১৪ নভেম্বর, ১৮৯১ - ২১ ফেব্রুয়ারি, ১৯৪১) একজন কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক। তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ১৯২২ সালের এ ইনসুলিন আবিস্কার করেছিলেন।[1][2]


স্যার ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং
জন্ম(১৮৯১-১১-১৪)১৪ নভেম্বর ১৮৯১
অ্যালিস্টন, ওন্টারিও, কানাডা
মৃত্যু২১ ফেব্রুয়ারি ১৯৪১(1941-02-21) (বয়স ৪৯)
নিউফাউন্ডল্যান্ড, কানাডা
জাতীয়তাকানাডীয়
প্রাক্তন ছাত্রটরোন্টো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণইনসুলিন এর যৌথ আবিস্কারক
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯২৩

জীবনী

বেনটিং ১৮৯১ সালের ১৪ নভেম্বর অন্টারিওতে জন্মগ্রহণ করেন। ১৯১৬ সালে টরোন্টো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন।

সম্মাননা

  • নাইট কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার, ১৯৩৪
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি, ১৯৩৫

সম্মানসূচক ডক্টরেট

  • সম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও, ১৯২৪
  • সম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব টরোন্টো, ১৯২৪
  • সম্মানসূচক ডক্টরেট, কুইন্স ইউনিভার্সিটি, ১৯২৪
  • সম্মানসূচক ডক্টরেট, মিশিগান বিশ্ববিদ্যালয়, ১৯২৪
  • সম্মানসূচক ডক্টরেট, ইয়েল বিশ্ববিদ্যালয়, ১৯২৪
  • সম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব দ্য স্টেট অব অব নিউ ইয়র্ক, ১৯৩১
  • সম্মানসূচক ডক্টরেট, ম্যাকগিল বিশ্বিদ্যালয়, ১৯৩৯

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1001/jama.198.6.660b, এর পরিবর্তে দয়া করে |doi=10.1001/jama.198.6.660b সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েব পৃষ্ঠা

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.