জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড

জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড (জন্ম: ৬ সেপ্টেম্বর, ১৮৭৬ - মৃত্যু: ১৬ মার্চ, ১৯৩৫) একজন স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।

জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড
J.J.R. Macleod ca. 1928
জন্ম(১৮৭৬-০৯-০৬)৬ সেপ্টেম্বর ১৮৭৬
ক্লুনি, পার্থশায়ার, স্কটল্যান্ড
মৃত্যু১৬ মার্চ ১৯৩৫(1935-03-16) (বয়স ৫৮)
অ্যাবার্ডীন, স্কটল্যান্ড
নাগরিকত্বযুক্তরাজ্য
জাতীয়তাস্কটিশ
কর্মক্ষেত্রচিকিৎসাবিজ্ঞা
প্রাক্তন ছাত্রঅ্যাবার্ডীন বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণইনসুলিন
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৩)

জীবনী

ম্যাক্লিয়ড অ্যাবার্ডীন বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৮ সালে চিকিৎসাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯০২ সালে তিনি লন্ডন হসপিটাল মেডিকেল স্কুলে প্রাণরসায়নের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। একই বছর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি জনস্বাস্থ্যে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯০৩ সালে তিনি কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে শারীরতত্ত্বের প্রভাষক পদে যোগ দেন। এখানে তিনি ১৫ বছর কর্মরত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি শারীরতত্ত্ব ল্যাবের পরিচালক এবং মেডিকেল অনুষদের ডীনের সহকারী নিযুক্ত হন। ১৯২৮ সালে তিনি স্কটল্যান্ডে ফিরে অ্যাবার্ডীন বিশ্ববিদ্যালয় এর শারীরতত্ত্বের অধ্যাপক এবং পরে মেডিকেল অনুষদের ডীন হন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    • রয়েল সোসাইটি অব এডিনবার্গ
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.