হেনরি ডেল

হেনরি হ্যালেট ডেল (জন্ম: ৯ জুন, ১৮৭৫ - মৃত্যু: ২৩ জুলাই, ১৯৬৮) একজন ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ। তিনি ১৯৩৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

হেনরি হ্যালেট ডেল
জন্ম(১৮৭৫-০৬-০৯)৯ জুন ১৮৭৫
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২৩ জুলাই ১৯৬৮(1968-07-23) (বয়স ৯৩)
কেমব্রিজ, ইংল্যান্ড
জাতীয়তাযুক্তরাজ্য
কর্মক্ষেত্রওষুধবিজ্ঞান, শারীরতত্ত্ব
পরিচিতির কারণAcetylcholine
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৩৬

জন্ম ও শিক্ষাজীবন

ডেল ১৯০৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন।[1] তিনি ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

কর্মজীবন

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.