এডয়ার্ড কেলভিন কেন্ডাল

এডয়ার্ড কেলভিন কেন্ডাল একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৫০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

এডয়ার্ড কেলভিন কেন্ডাল
জন্ম(১৮৮৬-০৩-০৮)৮ মার্চ ১৮৮৬
কানেকটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু৪ মে ১৯৭২(1972-05-04) (বয়স ৮৬) প্রিন্সটন, নিউ জার্সি, USA
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানParke-Davis
St. Luke's Hospital
Mayo Clinic
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণisolation of thyroxine
কর্টিসন আবিষ্কার
উল্লেখযোগ্য
পুরস্কার
Lasker Award (1949)
Passano Foundation (1950)
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫০)

জীবনী

কেন্ডাল ১৮৮৬ সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৮ সালে ব্যাচেলর অব সায়েন্স, ১৯০৯ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সম্মানসূচক ডক্টরেট

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.