উইলিয়াম পি মারফি

উইলিয়াম প্যারি মারফি (ইংরেজি: William Parry Murphy) একজন মার্কিন চিকিৎসক। তিনি ১৯৩৪ সালে জর্জ রিচার্ড মাইনটজর্জ হট হুইপল এর সাথে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার উদ্ভাবন এবং চিকিত্সার জন্য তারা এ পুরস্কার লাভ করেন।

উইলিয়াম পি মারফি

তিনি ১৮৯২ সালের ৬ ফেব্রুয়ারি উইসকনসিনে জন্মগ্রহণ করে। তিনি ১৯১৪ সালে ইউনিভার্সিটি অব ওরেগণ থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করে। ১৯২২ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন।

মারফি ১০ সেপ্টেম্বর ১৯১৯ সালে পার্ল হ্যারিয়েট অ্যাডামসকে বিয়ে করেন। তাদের এক পুত্র ড. উইলিয়াম পি মারফি জুনিয়র এবং এক কন্যা প্রিসসিলা অ্যাডামস ছিল।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.