কার্ল লান্ডষ্টাইনার

কার্ল লান্ডষ্টাইনার (জার্মান: Karl Landsteiner) একজন অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। তিনি আমেরিকার বিখ্যাত রকাফেলার ইনস্টিটিউটে (Rockefeller Institute) গবেষণা করতেন।

কার্ল লান্ডষ্টাইনার
জন্ম(১৮৬৮-০৬-১৪)১৪ জুন ১৮৬৮
মৃত্যু২৬ জুন ১৯৪৩(1943-06-26) (বয়স ৭৫)
নিউ ইয়র্ক সিটি
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রওষুধবিজ্ঞান, ভাইরাসবিদ্যা
প্রতিষ্ঠানভিয়েনা বিশ্ববিদ্যালয় রকফেলার বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক
প্রাক্তন ছাত্রভিয়েনা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণDevelopment of blood group system, আরএইচ ফ্যাক্টর এর আবিষ্কার পোলিও ভাইরাস এর আবিষ্কার
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৩০

জন্ম

১৮৬৮ সালে। ১৯০০ সালে তিনি প্রধান ব্লাড গ্রুপসমূহ আবিষ্কার করেন ।

নোবেল পুরস্কার

১৯৩০ সালে রক্তের গ্রুপ আবিস্কার করার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেণ।

মৃত্যু

১৯৪৩ সালে

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.