জ্যাক সজটাক
জ্যাক উইলিয়াম সজটাক (জন্ম: নভেম্বর ৯, ১৯৫২)[1][2] একজন কানাডিয়ান আমেরিকান জীববিজ্ঞানী এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের জেনেটিক্স এর অধ্যাপক।
জ্যাক উইলিয়াম সজটাক | |
---|---|
![]() Szostak at the 2010 Lindau Nobel Laureate Meeting | |
জন্ম | লন্ডন, যুক্তরাজ্য | ৯ নভেম্বর ১৯৫২
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
নাগরিকত্ব | আমেরিকান[1] |
কর্মক্ষেত্র | জীববিজ্ঞান |
প্রতিষ্ঠান | হার্ভার্ড মেডিকেল স্কুল Howard Hughes Medical Institute |
প্রাক্তন ছাত্র | ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কর্নেল বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৯) Lasker Award (2006) |
শৈশব
সজটাক এর শৈশব কাটে মন্ট্রিল এবং অটোয়াতে।
শিক্ষাজীবন
সজটাক ম্যাকগিল বিস্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি কর্নেল বিস্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.