জর্জ ওয়াল্ড

জর্জ ওয়াল্ড (ইংরেজি: George Wald)(১৮ই নভেম্বর, ১৯০৬ - ১২ই এপ্রিল, ১৯৯৭) একজন মার্কিন বিজ্ঞানী। তিনি ১৯৬৭ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জর্জ ওয়াল্ড
জন্ম(১৯০৬-১১-১৮)১৮ নভেম্বর ১৯০৬
নিউ ইয়র্ক সিটি
মৃত্যু১২ এপ্রিল ১৯৯৭(1997-04-12) (বয়স ৯০)
কেমব্রিজ, ম্যাসাচুসেটস
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রনিউরোবায়োলজি
প্রতিষ্ঠানহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণPigments in the retina
উল্লেখযোগ্য
পুরস্কার
১৯৬৭ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার
স্ত্রী/স্বামীফ্রান্সেস কিংসলি (১৯৩১-?; তালাকপ্রাপ্ত; ২ সন্তান)
রুথ হুবার্ড (m. ১৯৫৮; ২ সন্তান)

জীবনী

ওয়াল্ড নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ১৯২৭ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩২ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এযান, সেখানে তিনি ইনস্ট্রাক্টর এবং পরে অধ্যাপক নিযুক্ত হন।[1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.