আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র

আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র একজন মার্কিন ফার্মাকোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ। তিনি ১৯৭১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র
জন্মNovember 19, 1915
কানসাস
মৃত্যুMarch 9, 1974
মায়ামি, ফ্লোরিডা
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানকেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস
Washburn University
পরিচিতির কারণepinephrine, cyclic AMP
যাদের দ্বারা প্রভাবান্বিতCarl Cori, Gerty Cori
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭১

জীবনী

সাদারল্যান্ড ১৯১৫ সালের ১৯ নভেম্বর কানসাসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এ প্রাণরসায়নের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.