হ্যাল্ডান কে হার্টলাইন

হ্যাল্ডান কেফার হার্টলাইন একজন মার্কিন শারীরতত্ত্ববিদ। তিনি ১৯৬৭ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

হ্যাল্ডান কেফার হার্টলাইন
Haldan Keffer Hartline, circa 1958
জন্ম(১৯০৩-১২-২২)২২ ডিসেম্বর ১৯০৩
ব্লুমসবার্গ, পেন্সিলভানিয়া
মৃত্যু১৭ মার্চ ১৯৮৩(1983-03-17) (বয়স ৭৯)
ফলস্টন, ম্যারিল্যান্ড
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রশারীরতত্ত্ব
প্রতিষ্ঠানপেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রLafayette College
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাঅগাস্ট হারম্যান ফুন্ড
পরিচিতির কারণvision
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬৭)

জীবনী

হার্টলাইন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৭ সালে এমডি ডিগ্রি লাভ করেন। ১৯৪০ থেকে ১৯৪১ সাল পর্যন্ত তিনি কর্নেল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। ১৯৪৯ সালে তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এর জীবপদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান নিযুক্ত হন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.