অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি

স্যার অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি একজন ইংরেজ শারীরতত্ত্ববিদ এবং জীবপদার্থবিজ্ঞানী।[2][3] তিনি ১৯৬৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

স্যার অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি
Huxley in 1963
জন্মঅ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি
(১৯১৭-১১-২২)২২ নভেম্বর ১৯১৭
হ্যাম্পস্টিড, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু৩০ মে ২০১২(2012-05-30) (বয়স ৯৪)
কেমব্রিজ, ইংল্যান্ড[1]
বাসস্থানগ্র্যান্টচেস্টার, কেমব্রিজ, ইংল্যান্ড
নাগরিকত্বUnited Kingdom
জাতীয়তাইংরেজ
কর্মক্ষেত্রphysiologist and biophysicist
প্রাক্তন ছাত্রএমএ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ট্রিনিটি কলেজ, কেমব্রিজ)
পরিচিতির কারণnerve action potentials, theory of muscle contraction
উল্লেখযোগ্য
পুরস্কার
১৯৬৩ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার
স্ত্রী/স্বামীJ. Richenda G. Pease
(1947–2003; her death)
সন্তান(গণ)1 Son,
5 Daughters

জীবনী

হ্যাক্সলি ১৯১৭ সালের ২২ নভেম্বর লন্ডনের হ্যাম্পস্টিডে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৫ সালে রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সম্মাননা

  • কপলি মেডেল, ১৯৭৩
  • নাইট উপাধি, ১৯৭৪
  • অর্ডার অব মেরিট, ১৯৮৩

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯
  2. Huxley, Andrew F. (১৯৯৬)। "Andrew F. Huxley"। Squire, Larry R.। The History of Neuroscience in Autobiography। Washington DC: Society for Neuroscience। পৃষ্ঠা 283–318। আইএসবিএন 0-12-660246-8।
  3. Goldman, Yale E.; Franzini-Armstrong, Clara; Armstrong, Clay M. (২০১২)। "Andrew Fielding Huxley (1917–2012)"। Nature486 (7404): 474–474। doi:10.1038/486474a
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.