আর্থার কর্ণবার্গ

আর্থার কর্ণবার্গ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী একজন মার্কিন প্রাণরসায়নবিদ।

আর্থার কর্ণবার্গ
আর্থার কর্ণবার্গ
জন্ম(১৯১৮-০৩-০৩)৩ মার্চ ১৯১৮
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৬ অক্টোবর ২০০৭(2007-10-26) (বয়স ৮৯)
স্ট্যানফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রআণবিক জীববিজ্ঞান
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ন্যাশনাল ইন্সটিটিউট
ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্ররোচেস্টার বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৯
ফেলো অব দ্য রয়েল সোসাইটি[1]
Paul-Lewis Award in Enzyme Chemistry, 1951
ন্যাশনাল মেডেল অব সায়েন্স 1979
Gairdner Foundation Award 1995;

প্রাথমিক জীবন

কর্ণবার্গ নিউ ইয়র্ক সিটিতে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আব্রাহাম লিঙ্কন হাই স্কুল এবং নিউ ইয়র্ক সিটির সিটি কলেজে পড়াশোনা করেন। তিনি ১৯৩৭ সালে বিএসসি এবং ১৯৪১ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ইন্টার্নশিপ করেন। ১৯৫৩ সালে তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৯ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৬০ সালে সিটি কলেজ থেকে এলএলডি এবং ১৯৬২ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.2012.0032, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.2012.0032 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.