হর গোবিন্দ খোরানা

হর গোবিন্দ খোরানা (জন্ম: জানুয়ারী ৯, ১৯২২ – মৃত্যু: নভেম্বর ৯, ২০১১)[2][3] ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। তিনি ১৯৬৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি আমিনো এসিডের কোডন এর সিকুয়েন্স বের করার এক সহজ পদ্ধতির আবিষ্কার করেন।

হর গোবিন্দ খোরানা
জন্ম(১৯২২-০১-০৯)৯ জানুয়ারি ১৯২২
রায়পুর,পাঞ্জাব,ব্রিটিশ ভারত
মৃত্যুনভেম্বর ৯, ২০১১(2011-11-09) (বয়স ৮৯)
কনকর্ড,ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
বাসস্থানভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
নাগরিকত্বযুক্তরাষ্ট্র[1]
জাতীয়তাআমেরিকান
কর্মক্ষেত্রঅণুপ্রাণ বিজ্ঞান
প্রতিষ্ঠানম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (১৯৭০-২০০৭)
ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন (১৯৬০-৭০)
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (১৯৫২-৬০)
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (১৯৫০-৫২)
ইটিএইচ জুরিখ (১৯৪৮-৪৯)
প্রাক্তন ছাত্রলিভারপুল বিশ্ববিদ্যালয় (Ph.D)
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (BS/MS)
পরিচিতির কারণFirst to demonstrate the role of Nucleotides in protein synthesis
উল্লেখযোগ্য
পুরস্কার
Nobel Prize in Medicine (1968), Gairdner Foundation International Award, Louisa Gross Horwitz Prize, Albert Lasker Award for Basic Medical Research, Padm vibhusan, Willard Gibbs Award
স্বাক্ষর
চিত্র:Har Gobind Khorana signature.jpg

জীবনী

তিনি লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বিএসসি এবং ১৯৪৫ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫২ সালে ভ্যাঙ্কুভারের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় যোগদান করেন। ১৯৬০ সালে ম্যাডিসনের ইউনিভার্সিটি অব উইসকনসিনে যোগদান করেন। ১৯৭০ সালে তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যোগদান করেন এবং ২০০৭ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন।

পুরস্কার ও সম্মাননা

  1. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬৮)
  1. গির্ডনার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।
  1. লুইজা গ্রস হরউইটজ প্রাইজ (কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক,মার্কিন যুক্তরাষ্ট্র)।
  1. উইলার্ড গিবস অ্যাওয়ার্ড (মার্কিনযুক্তরাষ্ট্র)।
  1. পদ্মবিভূষণ (ভারত সরকার)।

এছাড়াও ২০০৭ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন- ম্যাডিসন, ভারত সরকার ও ইন্দো-আমেরিকা বিজ্ঞান ও প্রযুক্তি ফোরাম “খোরানা প্রোগ্রাম” চালু করে।

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1126/science.1217138, এর পরিবর্তে দয়া করে |doi=10.1126/science.1217138 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1038/480322a, এর পরিবর্তে দয়া করে |doi=10.1038/480322a সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.