জুলিয়াস অ্যাক্সেলরড

জুলিয়াস অ্যাক্সেলরড একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৭০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জুলিয়াস অ্যাক্সেলরড
জন্ম(১৯১২-০৫-৩০)৩০ মে ১৯১২
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৯ ডিসেম্বর ২০০৪(2004-12-29) (বয়স ৯২)
ম্যারিল্যান্ড, USA
বাসস্থানBethesda, Maryland
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ
প্রাক্তন ছাত্রসিটি কলেজ অব নিউ ইয়র্ক, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল
পরিচিতির কারণCatecholamine metabolism
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (1970)
স্ত্রী/স্বামীSally Taub (1938–1992; her death; 2 children)

জীবনী

অ্যাক্সেলরড নিউ ইয়র্ক সিটইতে জন্মগ্রহণ করেন। তিনি সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে ১৯৩৩ সালে জীববিজ্ঞানে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল থেকে ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.