ম্যাক্স ডেলবুর্ক

ম্যাক্স লুডউইগ ডেলবুর্ক (জন্ম: সেপ্টেম্বর ৪ ১৯০৬; মৃত্যু: মার্চ ৯, ১৯৮১), জার্মান-আমেরিকান জীববিজ্ঞানী। তিনি ১৯৬৯ সালে ভাইরাসের জেনেটিক গঠন (Genetic Structure) ও অনুলিপন (Replication) সম্পর্কিত গবেষণার জন্য অ্যালফ্রেড হার্সেস্যালভাদর লরিয়ার সাথে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

ম্যাক্স ডেলবুর্ক
১৯৪০ এর শুরুর দিকে ম্যাক্স ডেলবুর্ক।
জন্ম(১৯০৬-০৯-০৪)৪ সেপ্টেম্বর ১৯০৬
বার্লিন, জার্মান সম্রাজ্য
মৃত্যু৯ মার্চ ১৯৮১(1981-03-09) (বয়স ৭৪)
কর্মক্ষেত্রজৈবপদার্থবিদ
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৬৯

ডেলবুর্ক জার্মানীর বার্লিনে জন্ম গ্রহণ করেন। তার পিতা হান্স ডেলবুর্ক বার্লিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ছিলেন। জ্যোতির্বিদ্যা (Astrology) নিয়ে লেখাপড়া শুরু করলেও তিনি পরবর্তিতে গটিঞ্জেন বিশ্ববিদ্যালয়ে তাত্তীক পদার্থবিদ্যা (Theoritical Physics) অধ্যয়নের সিদ্ধান্ত নেন। পিএইচডি ডিগ্রি লাভের পরে তিনি বৃটেন, ডেনমার্কসুইজারল্যান্ড ভ্রমণ করেন। সেখানে উলফগং পাউলিং, নীলস্‌ বোর প্রমুখ বিজ্ঞানী তাকে জীববিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে।

১৯৩৭ সালে ডেলবুর্ক যুক্তরাষ্ট্রে চলে যান জীববিজ্ঞান পড়ার উদ্দেশ্যে। সেখানে ক্যালিফোর্ণিয়া ইন্সটিটিউট অব টেকনোলজিতে (ক্যালটেক) জীববিজ্ঞান বিভাগে ড্রোসোফিলার (Drosophila melanogester) বংশগতি (Genetics) নিয়ে কাজ শুরু করেন। সেখানেই তিনি প্রথম ব্যাক্টেরিয়া (Bacteria)ও তার ভাইরাস (ব্যাক্টেরিওফাজ) (Bacteriophage) নিয়ে গবেষণা শুরু করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ্ব পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। ১৯৪২ সালে তিনি এবং স্যালভাদর লুরিয়া "লুরিয়া-ডেলবুর্ক পরীক্ষা"- (Luria-Delbrück experiment)এর মাধ্যমে প্রমাণ করেন ব্যাক্টেরিওফাজের বিরুদ্ধে ব্যাক্টেরিয়ার প্রতিরোধ (Phage resistance) ব্যবস্থা অভিযোজনের (Adaptation) জন্য হয় না বরং ইতস্তত পরিব্যপ্তির (Random Mutation) ফলে ঘটে। এই গবেষণার জন্য ১৯৬৯ এ উভয় বিজ্ঞানী অ্যালফ্রেড হার্সের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।

ব্যাক্টেরিয়াল ভাইরাস তথা ব্যাক্টেরিওফাজের উপর এই তিন বিজ্ঞানীর গবেষণাকে আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়।

তথ্যসূত্র

    • Ton van Helvoort (১৯৯২)। "The controversy between John H. Northrop and Max Delbrück on the formation of bacteriophage: Bacterial synthesis or autonomous multiplication?"। Annals of Science49 (6): 545 – 575। doi:10.1080/00033799200200451
    • Lily E. Kay (১৯৮৫)। "Conceptual models and analytical tools: The biology of physicist Max Delbrück"। Journal of the History of Biology18 (2): 207–246। doi:10.1007/BF00120110
    • Daniel J. McKaughan (২০০৫)। "The Influence of Niels Bohr on Max Delbrück"। Isis96: 507–529। doi:10.1086/498591

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.