হ্যান্স অ্যাডলফ ক্রেবস

হ্যান্স অ্যাডলফ ক্রেবস একজন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক এবং প্রাণরসায়নবিদ। তিনি ইউরিয়া চক্র এবং সাইট্রিক এসিড চক্র আবিষ্কারের জন্য বিখ্যাত। তার নামে সাইট্রিক এসিড চক্রের নাম করা হয় ক্রেবস চক্র। সাইট্রিক চক্রের জন্য তিনি ১৯৫৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

হ্যান্স অ্যাডলফ ক্রেবস
জন্ম(১৯০০-০৮-২৫)২৫ আগস্ট ১৯০০
Hildesheim, জার্মানি
মৃত্যু২২ নভেম্বর ১৯৮১(1981-11-22) (বয়স ৮১)
অক্সফোর্ড, ইংল্যান্ড
জাতীয়তাজার্মানি
কর্মক্ষেত্রInternal medicine, প্রাণরসায়ন
প্রতিষ্ঠানKaiser Wilhelm Institute for Biology
হামবুর্গ বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
শেফিল্ড বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অফ গ্যটিঙেন
University of Freiburg
বার্লিন বিশ্ববিদ্যালয়
University of Hamburg
পরিচিতির কারণইউরিয়া চক্র এবং সাইট্রিক এসিড চক্র আবিষ্কার
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৩)
স্ত্রী/স্বামীMargaret Cicely Fieldhouse

জীবনী

ক্রেবস ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন ১৯২৫ সালে হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩৩ সালে ইংল্যান্ডে চলে যান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগে কাজ করেন। ১৯৩৫ সালে তিনি শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং ১৯৪৫ সালে তিনি প্রাণরসায়নের পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৫৪ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.