জোসুয়া লেডারবার্গ

জোসুয়া লেডারবার্গ
দিল্লিতে জোসুয়া লেডারবার্গ
জন্ম(১৯২৫-০৫-২৩)২৩ মে ১৯২৫
মন্টক্লেয়ার, নিউ জার্সি
মৃত্যু২ ফেব্রুয়ারি ২০০৮(2008-02-02) (বয়স ৮২)
NewYork-Presbyterian Hospital
নিউমোনিয়া
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রঅণুজীববিদ
প্রাক্তন ছাত্রStuyvesant High School
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণNeurospora crassa Bacterial conjugation Dendral Astrobiology Transduction
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৯)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৯)
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম (২০০৬)

জোসুয়া লেডারবার্গ একজন মার্কিন অণুজীববিদ।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

লেডারবার্গ নিউ জার্সির এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়ার কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সে পড়াশোনা করেন।

কর্মজীবন

নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ যান এবং জেনেটিক্স বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে তিনি রকফেলার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.