অগাস্ট হারম্যান ফুন্ড

অগাস্ট হারম্যান ফুন্ড একজন মার্কিন পদার্থবিজ্ঞানী, বর্ণালীবিদ এবং উদ্ভাবক।

অগাস্ট হারম্যান ফুন্ড
জন্ম(১৮৭৯-১২-২৮)২৮ ডিসেম্বর ১৮৭৯
ম্যাডিসন, উইসকনসিন
মৃত্যুজানুয়ারি ৪, ১৯৪৯(1949-01-04) (বয়স ৬৯)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
বর্ণালীবীক্ষণ
ক্যালরিমিতি
প্রতিষ্ঠানজনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রজনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন
পিএইচডি উপদেষ্টারবার্ট উইলিয়ামস উড
পরিচিতির কারণফুন্ড লাইন
ফুন্ড টেলিস্কোপ
Pfund sky compass
উল্লেখযোগ্য
পুরস্কার
Edward Longstreth Medal (1922) Frederic Ives Medal (1939)

জীবনী

ফুন্ড উইসকনসিনের ম্যাডিসনে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ফুন্ড ১৯০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত অপটিক্যাল সোসাইটি অব আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.