পল নার্স

স্যার পল ম্যাক্সিম নার্স একজন ইংরেজ জিনতত্ত্ববিদ। তিনি ২০০১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বর্তমানে রয়েল সোসাইটির প্রেসিডেন্ট।

স্যার পল নার্স
পল নার্স
জন্মপল ম্যাক্সিম নার্স
(1949-01-25) ২৫ জানুয়ারি ১৯৪৯
নরউইচ, নরফোক, ইংল্যান্ড
নাগরিকত্বব্রিটিশ
জাতীয়তাইংরেজ
কর্মক্ষেত্রজিনতত্ত্ব/cell biology
প্রাক্তন ছাত্রবার্মিংহাম বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া
সন্দর্ভসমূহThe spatial and temporal organisation of amino acid pools in Candida utilis (1974)
পিএইচডি ছাত্ররাDaniel Leslie Fisher[1]
Karim Labib[2]
Stuart Andrew MacNeill[3]
Alison Woollard[4]
পরিচিতির কারণকোষচক্র নিরীক্ষণ
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০১
কপলি মেডেল ২০০৫

জীবনী

নার্স ১৯৭০ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে উপস্নাতক ডিগ্রি এবং ১৯৭৩ সালে ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয় এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সম্মাননা ও পুরস্কার

  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি, ১৯৮৯
  • রয়েল মেডেল, ১৯৯৫
  • নাইট উপাধি, ১৯৯৯]

সম্মানসূচক ডিগ্রি

  • ইউনিভার্সিটি অব বাথ, ২০০২
  • ইউনিভার্সিটি অব কেন্ট, ২০১২
  • ডক্টর অব সায়েন্স, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ২০১৩
  • ডক্টর অব সায়েন্স, ওরসেস্টার বিশ্ববিদ্যালয়, ২০১৩

তথ্যসূত্র

  1. Fisher, Daniel Leslie (1995). 'Molecular characterization of the fission yeast cyclin B homologue', cdc13 (DPhil thesis). University of Oxford.
  2. Labib, Karim (1993). 'Regulation of S-phase and mitosis in fission yeast' (DPhil thesis). University of Oxford.
  3. MacNeill, Stuart Andrew (1990). 'Structural and functional analysis of the fission yeast' p34cdc2 protein kinase (DPhil thesis). University of Oxford.
  4. Woollard, Alison (1995). 'Cell cycle control in fission yeast' (DPhil thesis). University of Oxford.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.