এডওয়ার্ড বি লুইস
এডওয়ার্ড বি লুইস একজন মার্কিন জিনবিজ্ঞানী। তিনি ১৯৯৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
এডওয়ার্ড বি লুইস | |
---|---|
![]() এডওয়ার্ড বি লুইস | |
জন্ম | May 20, 1918 পেন্সিলভানিয়া |
মৃত্যু | July 21, 2004 (aged 86) প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | জিনতত্ত্ব |
প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অব মিনেসোটা ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
পিএইচডি উপদেষ্টা | Alfred Sturtevant |
পরিচিতির কারণ | Research into genetics of the common fruit fly |
উল্লেখযোগ্য পুরস্কার | ১৯৯৫ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার |
জীবনী
লুইস ১৯৩৯ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে জীবপরিসংখ্যানে বিএসসি ডিগ্রি লাভ করেন। ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৪২ সালে জিনতত্ত্বে পিএইচডি এবং ১৯৪৩ সালে আবহাওয়াবিদ্যাইয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজিতে জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৪৯ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৫৬ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.